
শনিবার ২৪ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: সাত দিনের বিরতির পর আইপিএল শুরুর মুখে সমস্যায় ফ্রাঞ্চাজিরা। বিশেষ করে যাদের ইংল্যান্ডের প্লেয়াররা আছে। আইপিএলের বাকি ম্যাচে তাঁদের পাওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। আইসিসি টুর্নামেন্টে ইংল্যান্ডের ব্যর্থতার জেরে তিন ফরম্যাটেই হ্যারি ব্রুককে অধিনায়ক ঘোষণা করা হয়েছে। ২২ মে ট্রেন্টব্রিজে জিম্বাবোয়ের বিরুদ্ধে একটি টেস্ট ম্যাচ খেলবে ইংল্যান্ড। তারপর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিনটে একদিনের ম্যাচ এবং তিনটে টি-২০ খেলবে। ২৯ মে এজবাস্টনে শুরু হবে সিরিজ। একদিনের সিরিজ এবং টি-২০ সিরিজের দলে থাকা পাঁচজন ক্রিকেটারের আইপিএল খেলার কথা। যা ১৭ মে শুরু হবে। জস বাটলার, জোফ্রা আর্চার, উইল জ্যাকস, জেকব বেথেলরা ইংল্যান্ডের একদিনের দলে এবং টি-২০ দলে রয়েছে। একমাত্র ফিল সল্ট ৬ জুন থেকে শুরু হওয়া টি-২০ সিরিজের দলে আছে। আইপিএলের ফাইনাল ৩ জুন হওয়ার, আশা করা যাচ্ছে তাঁকে পাওয়া যাবে। কিন্তু বাকিদের পাওয়া যাবে কিনা এখনই বলা যাচ্ছে না।
লিগ টেবিলে গুজরাট টাইটান্স একনম্বরে রয়েছে। প্লে অফ নিশ্চিত। ফাইনালেও যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই অবস্থায় জস বাটলারকে না পাওয়া গেলে সমস্যায় পড়বে। দ্বিতীয় স্থানে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। জেকব বেথেল রয়েছে আরসিবিতে। বিরাট কোহলিদেরও এবার ফাইনাল খেলার সম্ভাবনা প্রবল। মুম্বই ইন্ডিয়ান্সে রয়েছেন উইল জ্যাকস। তাঁকেও পেতে চাইবেন হার্দিক পাণ্ডিয়ারা।মূলত এই তিন প্লেয়ারকে পাওয়া নিয়েই প্রশ্নচিহ্ন রয়েছে। সবটাই নির্ভর করছে ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ডের ওপর। অন্যদিকে দীর্ঘদিন পর ইংল্যান্ডের টি-২০ দলে ফিরবেন লিয়াম ডসন এবং লিউক উড। একদিনের দলের ফিরছেন টম হার্টলে। আইপিএলের পারফরম্যান্সের ভিত্তিতে আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন হচ্ছে উইল জ্যাকসের।